বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত, রূপাচরা পোস্ট ই-কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটি বাংলাদেশ পোস্ট অফিস এর একটি সরকারি প্রতিষ্ঠান। সবার জন্য নতুন একটি অফার চালু করেছে রূপাচরা পোস্ট ই-কম্পিউটার ট্রেনিং সেন্টার। অফারটি হল ৬ মাস মেয়াধী যে কোন কোর্সে ভর্তি হলে একটি আকর্ষনীয় মোবাইল ফোন ফ্রি। আর ৩ মাস মেয়াধী যে কোন কোর্সে ভর্তি হলে একটি কলেজ ব্যাগ একদম ফ্রি। অফার টি চালু হবে ০১-১০-২০১৭ ইং থেকে এ অফার সীমিত সময়ের জন্য চলবে। অফারটি অল্প কিছুদিন চলবে । যারা এ অফার এ ভর্তি হতে ইচ্ছুক তারা আগামী ০১-১০-২০১৭ ইং থেকে ভর্তি হতে পারবে। নির্দিষ্ট আসন পূরণ হয়ে গেলে অফারটি বন্ধ হয়ে যাবে। তাই যারা ভর্তি হতে ইচ্ছুক তারা রূপাচরা পোস্ট ই-সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
যারা দাসের হাটের আশে পাশে বাড়ী তাদের কে শেয়ার করার জন্য অনুরোধ করা হল।
যোগাযোগ: দাসের হাট উত্তর বাজার বাংলাদেশ মেডিকেল হল সংলগ্ন।
মোবাইল: ০১৬৮৫৫৬২৩২১
FB: www.facebook.com/neloy56
ই-মেইল:hrneloy@gmail.com
FB Page: www.facebook.com/ecenter56
যারা দাসের হাটের আশে পাশে বাড়ী তাদের কে শেয়ার করার জন্য অনুরোধ করা হল।
যোগাযোগ: দাসের হাট উত্তর বাজার বাংলাদেশ মেডিকেল হল সংলগ্ন।
মোবাইল: ০১৬৮৫৫৬২৩২১
FB: www.facebook.com/neloy56
ই-মেইল:hrneloy@gmail.com
FB Page: www.facebook.com/ecenter56
Comments
Post a Comment